দেলদুয়ারে স্বেচ্ছাসেবী সংগঠনের দোয়া মাহফিল


জুয়েল রানা ,দেলদুয়ার :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া নতুন বাজারে ১৩ই অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠন’র আয়োজনে দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের প্রধান উপদেষ্টা-বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু (বি.এস.সি), বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মিয়া, সৈয়দ এনায়েত আলী হাফিজিয়া দারছিয়া মাদ্রাসা’র সভাপতি- মোঃ মতিয়ার রহমান, দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ হাবিবুর রহমান হাবিব, বারপাখিয়া নতুন বাজার বণিক সমিতির সভাপতি ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ আবুল কালাম আজাদ, সৈয়দ এনায়েত আলী হাফিজিয়া দারছিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ জাহাঙ্গীর হোসেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ মনিরুজ্জামান খান মনির, বাংলাদেশ গ্রাম পুলিশ ফেডারেশনের সভাপতি ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ নজরুল ইসলাম, দেলদুয়ার সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি- মোঃ আঃ মজিদ মিয়া, বারপাখিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ মতিয়ার রহমান, বারপাখিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক- মোঃ আয়নাল হক, সমাজ সেবক- মোঃ বাদশা সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক- মোঃ আবু জাহিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক- মোঃ মোন্তাজ মিয়া, সমাজ সেবক- মোঃ বাদশা মিয়া, সমাজ সেবক- মোঃ মুকবুল হোসেন, সমাজ সেবক- মোঃ রমজান তালুকদার, দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক- এইচ. এম জিহাদসহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব- মাওলানা জহিরুল ইসলাম, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব- মাওলানা হাবিবুল্লাহ হাবিব, বারপাখিয়া উত্তর পাড়া তাঁরা জামে মসজিদের ইমাম ও খতিব- মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, সৈয়দ এনায়েত আলী হাফিজিয়া দারছিয়া মাদ্রাসার মুহতামিম ও দেলদুয়ার উপজেলা প্রশাসন জামে মসজিদের ইমাম- হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, দেলদুয়ার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন- মোঃ ঠান্ডু মিয়াসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সিনিয়র সহ-সভাপতি- মোঃ মোবারক হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি- মোঃ আমানুল্লাহ খান, সহ-সভাপতি মুফতি আসাদুল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- মোঃ জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ- তানভীর হাসান, রক্ত বিষয়ক সম্পাদক- আছাদ তুহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- সাব্বির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- এস.এম. সায়েমুল আলম, সম্মানীত সদস্য স্বপন আহমেদ, রক্তযোদ্ধা- তাজবীর কবির ছাদ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আক্কাস মিয়া, হৃদয়সহ সাধারণ সদস্যগণ।
উল্লেখ্যযে, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠন ২০২১ সাল থেকে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ সুনামের সঙ্গে করে আসিতেছে। তারই ধারাবাহিকতায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানেও ২ জন ক্যানসারের রোগী ও ১ জন সাধারণ রোগীর পরিবারের প্রতিনিধির হাতে আর্থিক সহযোগিতা প্রদান করে।
বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি- আমানুল্লাহ খান বলেন, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সময় মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। যেমন, রক্তদান কর্মসূচী, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিক্ষা, চিকিৎসা সেবা, আর্থিক সহযোগিতা, খাদ্য সামগ্রী বিতরণ, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ, খেলোয়াড়দের খেলায় উৎসাহিত করার লক্ষ্যে খেলার সামগ্রী বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করা, বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী ইত্যাদি।