বরিশাল বাংলাদেশ

বাউফলে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা

IMG 20230831 142411
print news

সাইফুল ইসলাম ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালিয়ে ৩ মাছ ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষেধাজ্ঞা শুরুর পর প্রতিদিন কুমারখালী বাজারের কতিপয় ব্যবসায়ী নদী থেকে মাছ এনে বিক্রি করছে। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত শনিবার বিকালে ওই বাজারে অভিযান চালিয়ে ফারুক  সোহেল সহ ৩ জন মাছ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। আটক ৩ মাছ ব্যবসায়ীকে থানায় নেয়ার জন্য পুলিশের গাড়িতে তোলা হয়। তখন স্থাণীয় গ্রাম পুলিশ চুন্নুর নেতৃত্বে ৮/১০ জন পুলিশের গাড়িতে হামলা চালিয়ে জোড়পূর্বক আটক ৩ মাছ ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আরিফুল নামের এক পুলিশ কনষ্টেবল আহত হয়েছেন। স্থানীয় একটি সূত্র জানায়, বাজারের ইজারাদার ছাত্তার ফকির, গ্রাম পুলিশ চুন্নু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক ফকিরের শেল্টারে ওই বাজারে নিয়মিত মাছ বিক্রি হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাছের ব্যবসা করছে। অবশ্য আসামী ছিনতাই ও মাছ ব্যবসার সঙ্গে জড়ির থাকার অভিযোগ অস্বীকার করেছেন তারা। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাউফলের উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো. বশির গাজী বলেন, আসামী ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবির নামের একজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের কাছ থেকে যারা আসামী ছিনিয়ে নিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *