ব্রাহ্মণবাড়িয়ায় নৈশ্য প্রহরীদের মাঝে টর্চ লাইট ও ইউনিফরম বিতরণ


মো খোকন , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রাতে নিরাপত্তায় দায়িত্ব পালনকারী নৈশ্য প্রহরীদের মাঝে ইউনিফরম ও টর্চ লাইট বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় পৌর শহরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা মডেল থানা গ্রাউন্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি এম এ এইচ মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী দলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও ১৪ দলী মহাজোটের সমন্বয়ক হাজী মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জর্জ কোর্টের পিপি এড. মাহবুবুল আলম খোকন, লায়ন সাইফুল ইসলাম ভূইয়া রাসেল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি নৈশ্য প্রহরীদের মাঝে টর্চ লাইট ও ইউনিফরম বিতরণ করেন।