বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সাজিত


মোঃ আজিজুল হক, পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় নানা বাড়ির মাছের প্রজেক্টের পানিতে ডুবে মো. সাজিত নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাজিত পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকার খলিলুর রহমানের ছেলে। নিহত শিশুর চাচা মাওলানা হাসান রাব্বানী বলেন, তারা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকাল ৯টার দিকে ভাতিজা পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে মাছের প্রজেক্টে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে মাছের প্রজেক্টে ভাতিজা সাজিতকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।