বাংলাদেশ রাজশাহী

বগুড়ায় প্রেমে বাধা দেয়ায় মা খুন,মেয়ে আটক

FB IMG 1697446781118
print news
আশাদুজ্জামান আশা :  বগুড়ার শেরপুরে প্রেমে বাধা দেয়ায় পূর্ব পরিকল্পনা মোতাবেক ১৬ অক্টোবর সোমবার বেলা ১ টার দিকে রায়গঞ্জ উপজেলার চানন্দাইকোনা এলাকায় মা ঝুমা কর্মকার(৪৫) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে মেয়ে। এ ঘটনায় খুনি মেয়ে ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী পূজা কর্মকার সিথি (২২) কে আটক করেছে পুলিশ। জানা যায়, শেরপুর পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের স্বত্তাধিকারী শিবদাস কর্মকারের মেয়ে পূজা কর্মকার সিথি দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেম করে আসছিল। কিন্তু তার মা সহ পরিবারের লোকজন প্রেম মেনে নেয়নি। এরই জের ধরে ১৬ অক্টোবর সোমবার পূর্ব পরিকল্পিতভাবে পূজা কর্মকার সিথি তার মা ঝুমা কর্মককার কে সাথে নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে এস আর ট্রাভেলসে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার জবা দধি ভান্ডারের সামনে পৌছালে কোচের ভিতর থেকে তার একটি বই বাহিরে ফেলে দিয়ে তার মাকে তুলে আনতে বলে। পরে সেও কোচ থেকে নেমে নিচে যায় এবং ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে তার মায়ের বুকের বাম পাশে ও পেটে আঘাত করে। এতে ঝুমা কর্মকার নিহত হয়। পরে স্থানীয়রা খুনি সিথিকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনাচর্জ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *