রাজনীতি

এমপি শাহে আলমকে কারণ দর্শাতে বলা দুই নেতাকে বরিশাল জেলা আ.লীগের শোকজ

Barisal MP SAHALOM
print news

বরিশাল অফিস :  বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমকে কারণ দর্শাতে বলা বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আওয়ামী লীগ।মঙ্গলবার (১৭ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সাক্ষরিত নোটিশে এই নির্দেশ দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি জানান, ৭ কার্যদিবসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নোটিশের সন্তোষজনক জবাব না দিলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নোটিশে উল্লেখ করা হয়েছে, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে বিভিন্ন কারণ উল্লেখ করে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কারণ দর্শাতে বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে কোন ক্ষমতাবলে সংসদ সদস্যকে কারণ দর্শাতে বলা হয়েছে তা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।এর আগে ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের কমিটি বৈঠক করে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে দল বিরোধী অবস্থানের বিষয়ে কারণ দর্শাতে বলার সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও পড়ুন……..

চাঁদাবাজি-হাতুড়িপেটা করাসহ ১৭ অভিযোগ শাহে আলম এমপি’র বিরুদ্ধে

সে অনুসারে ৩ অক্টোবর ১৭টি অভিযোগ উত্থাপন করে এমপি শাহে আলম তালুকদারকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।বিষয়টি নিশ্চিত করেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য শাহে আলম তালুকদার এখনো কোনো লিখিত জবাব দেননি।উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে দেওয়া নোটিশের ১৭টি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দলীয় কার্যালয় নির্মাণের দুই লাখ টাকা নিজের জিম্মায় রাখা, উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে নিজস্ব বলয় তৈরি করা, বানারীপাড়া পৌরসভা, চাখার ও সৈয়দকাঠি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজস্ব লোক দিয়ে বিদ্রোহী প্রার্থী দাড় করানো এবং উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নিজের চাচাতো ভাইকে প্রার্থী করে প্রভাব খাটিয়ে তাকে জয়ী করা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সম্পাদক মাওলাদ হোসেন সানা সাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা ছিল, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *