খুলনা বাংলাদেশ

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

Jhenidah 20231016 143112851
print news
মোঃ আব্দুল্লাহ আল মারুফ ,ঝিনাইদহ :
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বাবলু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।মৃতদের পরিচয়— ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিম হোসেন (২৭) ও মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মহাসিন আলী (৩০)। তারা দুইজনই বিদ্যুতের মিস্ত্রি ছিলেন। বাড়ির মালিক বাবলু মিয়া জানান, বেশ কয়েকদিন হলো বাড়ির দোতলায় বিদ্যুতের কাজ চলছে। অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন তারা। তাদের চিৎকারে ওপরে উঠে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মহাসিনকে যশোর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন কিছুক্ষণ পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। এসআই কামরুজ্জামান বলেন, মরদেহ দুটি সুরতহাল করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *