বগুড়ায় শেরপুর উপজেলায় ৯৪টি পূজা মণ্ডপে চাল বিতরণ


আশাদুজ্জামান আশা, বগুড়া :
বগুড়া শেরপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে ৯৪টি মধ্যে ৪৭টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর পক্ষে থেকে ৫০০ কেজি করে জি আর চাউল বিতরণের উদ্বোধন করেন, বগুড়া ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান।১৭ অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের হল রুমে প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে ৫০০ কেজি জি আর চাউল হাতে তুলে দেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন শেরপুর – ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান।আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ, বাবু কুমার সাহা, উপ পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার শিউলি, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তালেব আকন্দ, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিন (মোমিন), মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।উল্লেখ্য আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠি পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।