বিএনপির শীর্ষ দুই নেতা দুলু ও আজাদ আটক


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু’কে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। আটক করার সময় তার কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। পুলিশ সূত্র বলছে, দুলুকে ডিবি পুলিশ আটকের সময় আহত পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ডিএমপির উধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে সেখানে যাচ্ছেন।অন্যদিকে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার রাজধানীর শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত সাড়ে ১০ টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। ডিবি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশ ও ডিবির এক অভিযানে দুলুকে আটক করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি জানিয়েছেন তার স্বামী সকল মামলায় জামিনে আছেন।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।