পাবনা প্রতিনিধি :
পাবনা জেলা প্রশসনের গাড়ি ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। অপচয় করা হচ্ছে সরকারি অর্থ।সরেজমিনে গিয়ে দেখা যায় গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্টিকারযুক্ত গাড়ি ও সোমবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন পাবনা লেখা স্টিকারযুক্ত গাড়ি ব্যক্তিগত কাজে (পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ) পাবনা জেলা প্রশাসনের এক কর্মকর্তার সন্তানকে উক্ত গাড়িতে করে নিয়ে যেতে দেখা যায়। পাবনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এত গাড়ি থেকে শুধু কি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি চোখে পড়ল, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন কিনা সেটা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি, বলেন আপনি নিউজ করেন। আজগর আলী নামক এক ব্যক্তি বলেন, প্রায়ই পাবনা জেলা প্রশাসনের গাড়ি তাদের বাচ্চাদের নিতে আসেন, রাস্তায় যানজটের সৃষ্টি হয়, ভয়ে কেউ কিছু বলতে পারে না, সরকারি গাড়ি এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা উচিত না, এতে সরকারের অর্থের অপচয় হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন কিনা এ বিষয় প্রশ্ন করলে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, কোনোভাবেই সরকারি গাড়ি কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন না, যদি কেউ ব্যবহার করে থাকে তা যাচাই করে দেখা হবে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত