বাংলাদেশ রাজশাহী

বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

received 647935493995115
print news
মোঃ মিঠু সরকার,বাগমারা:
“শেখ রাসেল দ্বীপ্তময় নির্ভিক নির্মল দূর্জয়” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে দিবসের শুরুতে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যোগ দেয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।  মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শিক্ষার্থীদের মধ্যে সাবিহা তাবাসসুম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) সুমন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান আলী মোল্লা, বাগমারা থানার ওসি তদন্ত সোহেব খান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাগমারায় “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার”এর নাম ফলক উন্মোচন করা হয়। ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় কাজটি বাস্তাবায়ন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *