মুকসুদপুর কামিল মাদ্রাসায় শেখ রাসেলের জন্ম দিবস পালন


শরীফ কাইয়ূম : গোপালগঞ্জের মুকসুদপুর কামিল মাদ্রাসায় উৎসব মূখোর পরিবেশে শেখ রাসেলের জন্ম দিবস পালন করা হয়। ১৮ অক্টোবর মুকসুদপুর কামিল মাদ্রাসায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট পুত্র, শেখ রাসেলের ৬০ তম জন্ম দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, এরপর ছাত্রছাত্রীদের লেখা শেখ রাসেল কে নিয়ে দেওয়ালি লিখন সজ্জিত করণ, শেখ রাসেল জন্ম দিবস কুইজ প্রতিযোগিতা, রচনা লিখন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়, এবং সব শেষে শেখ রাসেল সহ ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে, এবং যারা জীবিত আছেন তাঁদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।