নবীনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


মো খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া : ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯অক্টোবর) বিকাল ৩.০০টার সময় উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ মাননীয় সংদস্য এবাদুল করিম বুলবুল এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশক মোঃ শাহাগীর আলম, জেলা পুলিশ সুপার জনাব মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার( নবীনগর সার্কেল) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী কর্মকরতা(ভুমি) মাহমুদা জাহান, নবীনগর উপজেলা ভারপ্রাপ্ত অফিসার(ওসি) মাহবুব হোসেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান,পৌর মেয়র শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলী রহমান,নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর এসআর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েত উল্লাহ, নবীনগর পূজা উৎযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকল ধর্মের এবং বর্ণের লোকজনকে পূর্বের ন্যায় একসাথে মিলে মিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে নবীনগরকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে। সমাবেশে উপজেলার ২১টি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ইলেক্ট্রনিক ও প্রিন্টিমিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।