বরিশাল বাংলাদেশ

নলছিটিতে ১৬০ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ

en
print news

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ট্রাকভর্তি অবৈধ নিষিদ্ধ পলিথিন আটক করেছে নল‌ছি‌টি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে। এসময় জব্দকৃত পলিথিন বরিশাল পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বরিশাল কুয়াকাটা সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ট্রাকভর্তি ১৬০বস্তা পলিথিন আটক করা হয়েছে । নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় কুয়াকাটাগামী একটি ট্রাক আটক করলে ট্রাকের ভিতর অবৈধ পলিথিন পাওয়া যায়। এ সময় ড্রাইভারসহ দুজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, নলছিটি থানার এসআই সহিদুল ইসলাম ও এসআই আবদুল আউয়াল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন,পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের এ অর্থদণ্ড অনাদায়ে জেল দেয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বেনাপোল এলাকার মো.ইসমাইল হাওলাদারের ছেলে মো.শাওন (২৩) ও আবদুল ছামাদের ছেলে মো.উজ্জ্বল হোসেন (২৫)। জব্দকৃত পলিথিনের পরিমাণ আনুমানিক সাড়ে চার টন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *