প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
নলছিটি পৌরসভার মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে হাইকোর্টের রুল
মিলন কান্তি দাস ,নলছিটি,ঝালকাঠি : নলছিটি পৌরসভার মেয়রের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে রুল জারী করেছে হাইকোর্টের। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দেয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার আদেশের বিষয়টি রিটকারীর আইনজীবী মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল চৌধুরীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরআগে নলছিটি পৌরসভার মেয়র আ. ওয়াহেদ খানে বিরুদ্ধে ৯ জন কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা প্রস্তাবের বিভিন্ন অভিযোগের তদন্ত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানা।তদন্ত শেষে তিনি গত ১৩ মার্চ ৭৩ পাতার একটি প্রতিবেদন দেন। ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন কাউন্সিলর রেজাউল চৌধুরী।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News