বরিশাল বাংলাদেশ মিডিয়া

বরিশালের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালের দাফন সম্পন্ন

1697715774.Brave freedom fighter SM Iqbal
print news

বরিশাল অফিস : বরিশালের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ যোহর বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বরিশাল নগরের মুসলিম গোরস্থানে সমাহিত করা হয়।এর আগে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।জানাজার আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের উপস্থিতিতে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ দেয় বরিশাল মেট্রোপলিটন ‍পুলিশের একটি চৌকস দল। এ সময় সেখানে সর্বস্তরের মানুষ বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।বেলা ১১টায় সাংবাদিক এসএম ইকবালের মরদেহ বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ১০টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সহকর্মী আইনজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান।প্রয়াত অ্যাডভোকেট এসএম ইকবালের ছোট ভাইয়ের ছেলে নাজমুল আলম অভি জানান, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নগরের অনামী লেনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসএম ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *