প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
সাহতা ভূমি অফিসের ওয়াজেদ মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ
মোঃ খোকন ,নেত্রকোণা প্রতিনিধি : সম্প্রতি প্রকাশিত "নীতিবান ঘুষখোর ভূমি অফিসের ওয়াজেদ মিয়া" শিরোনামে প্রকাশিত সংবাদের স্পষ্ট প্রতিক্রিয়া মিলেছে ভুক্তভোগী মহলে। সাহতা ভূমি অফিসের এই নীতিবান ঘুসখোর ব্যক্তির বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ আনলেন হৃদিনা আক্তার নামের অসহায় ভুক্তভোগী এক নারী।
আরও পড়ুন :
১৯ অক্টোবর বৃহস্পতিবার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে বলা হয় স্বল্প দশাল মৌজায় জমির নামজারি ও জমা খারিজের জন্য সাহতা ভূমি অফিসের অফিস সহায়ক ওয়াজেদ মিয়া ২০ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে ১৩ হাজার টাকা দিতে পারলেও বাকি টাকা দিতে না পারায় ওয়াজেদ মিয়া চাপ প্রয়োগ করে। অথচ জমির নামজারি ও খারিজের জন্য সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০ টাকা থাকলেও নীতিবান ঘুষখোর খ্যাত ওয়াজেদ মিয়া তাতে কোনো কর্ণপাত করেননি বলে জানিয়েছেন ভুক্তভোগী এ নারী। তিনি আরো বলেন, আমি নিরীহ একজন মানুষ। আমি কষ্ট করে এতোগুলা টাকা যোগাড় করেছি। তবুও ওই ব্যাক্তির একটু দয়া হলোনা। এখন বাকি টাকার জন্য খুব চাপ দিচ্ছে। তাই আমি আর উপায় না পেয়ে ইউএনও স্যারের কাছে অভিযোগ দিলাম। আমি এ অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News