খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা নিষিদ্ধ

image 250703 1697814548bdjournal
print news

ক্রীড়া ডেস্ক: সবশেষ কাতার বিশ্বকাপের আগে নিজ ক্লাবকে কিছু না জানিয়ে বাচ্চার ‘সিরাপ’ খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আলেহান্দ্রো পাপু গোমেজ। অবশেষে সেটাই কাল হয়ে দাঁড়াল তার জন্য। সিরাপ খাওয়া কাণ্ডে ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা। শুক্রবার দ্য সান, ডেইলি মেইল, মিরর বিষয়টি নিশ্চিত করেছে। তার নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক রয় নেমার, ফ্যাব্রিজিও রোমানোও। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন মিডফিল্ডার আলেহান্দ্রো পাপু গোমেজ। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে অংশ নেন তিনি। তিনি অস্ট্রেলিয়া ও সৌদি আরবের বিপক্ষে খেলেছিলেন। ক্রীড়া সাংবাদিক রয় নেমার এক্সে জানিয়েছেন, পাপু গোমেজকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেভিয়ায় থাকাকালীন ২০২২ সালের নভেম্বরে তার পরীক্ষা করা হয়েছিল। সম্প্রতি মনজার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।অন্যদিকে বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে জানিয়েছেন, দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী পাপু গোমেজ। যিনি সেভিয়ার সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে ইতালির ক্লাব মনজার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন।৩৫ বছর বয়সী পাপু গমেজ দাবি করেছেন, যে এটি তার একটি খারাপ রাত ছিল। যা তাকে ক্লাবের ডাক্তারদের সঙ্গে পূর্ব পরামর্শ ছাড়াই তার এক সন্তানের কাছ থেকে সিরাপ নিতে বাধ্য করেছিল। তবে তিনি এ সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল করবেন কিনা এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।

উল্লেখ্য, সেভিয়ার খেলোয়াড় থাকা অবস্থায় ক্লাব থেকে জানানো হয়েছিল, রাতে অসুস্থবোধ করায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের বাচ্চার কফ সিরাপ খান পাপু গোমেজ। গত বছর নভেম্বরে বিশ্বকাপের আগে সেই ডোপ পরীক্ষা দিয়েছিলেন তখনকার সেভিয়া মিডফিল্ডার। নমুনায় নিষিদ্ধ ড্রাগের অস্তিস্ত পেয়েছে অ্যান্টি ডোপিং এজেন্সি। ফলে আগামী দুই বছরের জন্য বিশ্বকাপজয়ী এই তারকা কোন ধরনের ফুটবল খেলতে পারবেন না।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *