দূর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে টহলে থাকবে পেকুয়ার প্রশাসন–এম পি জাফর আলম


পেকুয়া প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় শারদীয় দুর্গাপূজা উদ্বোধন করলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।শুক্রবার(২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদরের কেন্দ্রীয় মন্দীরে আনুষ্টানিকতার সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্টানে বক্তব্যকালে সাংসদ জাফর আলম বলেন, বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ হিসাবে বিশ্ববাসীর কাছে প্রতিষ্টিত করেছেন। এর ধারাবাহিকতা বজায় রাখতে পেকুয়াতেও আমরা কাজ করে যাচ্ছি। সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব দূর্গাপূজা যাতে নির্বিঘ্নে চলতে পারে এজন্য পেকুয়ার প্রশাসনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক টহলে থাকবে। ২১ সালের মত যাতে কোন প্রতিক্রিয়াশীল গোষ্টী কোন ধরণের অপকর্ম চালাতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সবাইকে।
পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাসের সভাপতিত্বে ও সম্পাদক গৌতম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিন ইমরান। বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার হাসানুজ্জানান। পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পেকুয়ার ওসিসহ সংশ্লিষ্ট সকলকে দিক-নির্দেশনা দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা,পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম,জেলা পরিষদ সদস্য শওকত,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কমিনিউটিং পুলিশের সভাপতি তোফাজ্জল করিম,সম্পাদক জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ মফিজুর রহমান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস ও সম্পাদক গৌতম বিশ্বাস প্রমূখ।
উল্লেখ্য, পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস জানান, এ বছর উপজেলার ৭ ইউনিয়নের ৯টি মন্ডপের মধ্যে ৬টিতে প্রতিমা পূজা ও ৩টিতে ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে।