শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে একশত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ


মো খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চন্দ্রচূড়া পূজা উদযাপন পরিষদের একযুগ পূর্তিতে শারদীয় দুর্গোৎসবে একশত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭ টায় পৌরসভার কাজিপাড়ার বনিকপাড়ায় চন্দ্রচূড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।একযুগ পূর্তি উপলক্ষে চন্দ্রচূড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বনিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অভিজিৎ বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বস্ত্র বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর মো. শাহীন, গোকর্ণ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি তারিক মাহমুদ তুহিন, ফাইভ স্টার ক্লাবের সভাপতি আতাউর রহমান ভূইয়া শাহীন প্রমূখ।সংগঠনের সভাপতি সজীব বনিক বলেন, গত একযুগ ধরে আমাদের সংগঠনের পক্ষ থেকে দুর্গোৎসব আয়োজন করে আসছি। এই দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ বছর আমাদের এক যুগ পূর্তি অসহায় ও হতদরিদ্র পরিবার গুলোর মাঝে নতুন বস্ত্র বিতরণের আয়োজন করেছি। এরমধ্যে ৭০জন নারী ও ৩০জন পুরুষ রয়েছেন। আমাদের এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে তাই সবার কাছে সহযোগিতা কামনা করছি।এছাড়া আরো উপস্থিত ছিলেন সুজন ঘোষ, রাজিব বনিক বাসন, বাপ্পি তলাপাত্র, প্রসেনজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ বনিক ও রনি বনিক, কাজীপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।