রাজনীতি

জাতীয় সরকারের বিকল্প নেই : মুফতি ফয়জুল করীম

image 732520 1698169683
print news

অনলাইন ডেস্ক : নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৩ নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ প্রসঙ্গে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এ দিন দেশে টর্নেডো হবে। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে সেদিন।সোমবার রাতে পটুয়াখালীর কুয়াকাটায় মাহফিল শেষে হোটেল পায়রায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকার জানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার ভরাডুবি হবে। তাই নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না তারা। তত্ত্বাবধায়ক সরকার হোক বা জাতীয় সরকার হোক সব দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না- এমন গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই।বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও ইসলামী আন্দোলনের দাবি এক কিন্তু আন্দোলন হবে আলাদা আলাদা। আগামী ২৮ তারিখ সরাসরি বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ না করলেও একই দাবিতে একমত ইসলামী আন্দোলন। একই দাবিতে একাধিকবার আন্দোলনের শক্তি অনেক বেশি।এ সময় জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আরআইএম অহিদুজ্জামান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম মিয়া, মাওলানা আবুল হাসান বোখারী, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *