বরগুনায় ঘূর্ণিঝড় হামুন এর মোকাবেলায় জরুরী সভা


ইবরাহীম সোহেল, বরগুনা: বরগুনায় ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলরুমে জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে থাকবেন এবং সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান । সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবদুছ ছালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, এডিসি জেনারেল ফয়সাল আহমেদ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক গন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবী সহ জেলার সকল দফতরের কর্মকর্তা বৃন্দ।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।