খুলনা বাংলাদেশ

মোটরসাইকেল চোরচক্রের প্রধানসহ গ্রেফতার ৩

MC 54724
print news
মোঃ আব্দুল্লাহ আল মারুফ, ঝিনাইদহ :
ঝিনাইদহঃ খুলনা বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলীসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বিষয়টি জানিয়েছেন। গ্রেফতার মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ও হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। গ্রেফতার মোহাম্মদ আলীর নামে খুলনা, মাগুরা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় প্রায় ১৫টি মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোরচক্রের প্রধান মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৩টি চোরাই মোটরসাইকেল। সেই সঙ্গে গ্রেফতার করা হয় আরও ২ জন সহযোগীকে। মঙ্গলবার বিকেলে গ্রেফতার ৩ জনকে আদালতে পাঠানো হবে।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *