অদ্ভুত পোশাক উরফির


বিনোদন ডেস্ক : নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।তবে পোশাকের নামে এবার উরফি যা পরলেন তা দেখে ভয়ে কেঁদে ফেলল একরত্তি শিশু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।সম্প্রতি বিমানবন্দরে সাদা পোশাকে দেখা গেছে উরফিকে। পোশাকটি ছিল বড়ই অদ্ভুত। তাতে ছিল না কোনো হাতা। ফলে বাইরে থেকে হাতও দেখা যাচ্ছিল না তার। তাকে এমন অবস্থায় দেখে ঘাবড়ে গিয়ে কেঁদে ফেলে এক ছোট শিশু। ওই শিশুকে কাঁদতে দেখে অস্বস্তিতে পড়েন উরফিও। খুদের কাছে ক্ষমা চান তিনি। তবে তাতেও কান্না থামছিল না। এদিকে তাকে কোলেও নিতে পারছিলেন না উরফি। কারণ তার হাত তো পোশাকের ভিতরে! এ সময় উরফি বলেন, ‘আমি তোমাকে আশীর্বাদ করতে পারি, কোলে নিতে পারব না।এমন অদ্ভুত পোশাক অবশ্য নতুন পরেন না উরফি। নিয়মিত তাকে উদ্ভট পোশাকে দেখা যায়। সে কথা নেটাগরিকরা জানলেও জানত না এক রত্তি। তার ফলেই ভূত দেখার মতো চমকে উঠে কান্না জুড়ে দেয় সে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।