জান-মালের ক্ষতি হতে দিবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী


মোঃ আব্দুল্লাহ আল মারুফ ,ঝিনাইদহ :ঝিমাইদহঃ ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে মানুষের জান-মালের ক্ষতি হোক সেটা সরকার হতে দিবে না। রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (২৫ অক্টোবর) দুপু ৩টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নীতকরণে নব-নির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচনে আসার জন্য বার বার আহ্বান করা হচ্ছে। তাদের সভা-সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে । তাদের কোনো কর্মসূচিতে বাধাগ্রস্থ করা হয় না । আমাদের নীতিতে আছে, কোনো প্রকার জান-মালের ক্ষতি করতে দেওয়া হবে না। তারা জনগণের ক্ষতি করার চেষ্টা করলে আমরা দলীয়ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এ বিষয় নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে বলেও উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি যে কর্মসূচি দিয়েছে সেখানে যেন কোনো সহিংসতা না হয় । যদি তারা সহিংসতা করার চেষ্টা করে তাবে সরকার তো বটেই আমরা দলীয়ভাবেও যথেষ্ট প্রস্তুত আছি। আমরা চাইব যাতে আইনশৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়। যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়। আমাদের দলীয় সমাবেশও থাকবে। সেখানে শান্তিপূর্ণভাবে সবাই আলোচনা করবে। শান্তিপূর্ণভাবে মিটিং-মিছল সবই হবে। আমরা আশা করি সমস্যা হবে না ।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম উল আহসান, সিভিল সার্জন শুভ্রারানী দেবনাথসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এরপর স্বাস্থ্যমন্ত্রী বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা ইউনিয়নে আরও একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করবেন বলে জানা যায়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।