চট্টগ্রাম বাংলাদেশ

রাজনৈতিক বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই : নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান

IMG 20231025 WA0002
print news

মো খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণ মূলক হবে। দায়িত্বের বাইরে কিছুই করতে পারবো না। তবুও আমরা আশায় বুক বেঁধে আছি হয়তো সবাই নির্বাচনে আসবে।বুধবার(২৫ অক্টোবর) দুপুর ১২ টায় পৌরশহরস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল ও আশুগঞ্জ) আসনের ৫ই নভেম্বর উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো। লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের, আর রাজনৈতিক দল গুলোরও কিছু দায়বদ্ধতা আছে।তিনি আরো বলেন, ভোট কেন্দ্র ভোটার উপস্থিত করার কাজ নির্বাচন কমিশনের নয়। যারা নির্বাচন করবে তারা ভোটারদের উপস্থিত করার জন্য ভোটাদের উৎসাহ দিবেন। আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা দিবে।নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এরমধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ সাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা আসুন, আলোচনা করি, এক কাপ চা খাই। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবো না এবং আমাদের ম্যান্ডেটরি না।সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান । তিনি বলেন, ভোট কেন্দ্রে ছবি তুলতে পারবে কিন্তু লাইভ দিতে পারবে না। ভোট কক্ষের বাহিরে এসে লাইভ দিতে পারবে এবং প্রতি কেন্দ্রে ২ টি মিডিয়ার সংবাদমাধ্যম প্রতিনিধি প্রবেশ করতে পারবে।এসময় তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিয়ে তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন সচিব মোঃ জাহাঙ্গীর আলম , পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল ও আশুগঞ্জ) আসনের বিএনপির সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য(স্বতন্ত্র) উকিল আব্দুস সাত্তার মৃত্যু বরন করায় আসন শূন্য হয়। এই আসনে আগামী ৫ই নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *