মিডিয়া

সাংবাদিক হত্যায় দায়ী সেই ইসরাইলি কমান্ডারকে চিহ্নিত করেছে জাতিসংঘ

image 733224 1698337474
print news

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যায় দায়ী ইসরাইলি কমান্ডারকে চিহ্নিত করতে পেরেছে জাতিসংঘ। মঙ্গলবার পূর্ব জেরুজালেম ও ইসরাইলসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিলে একথা জানান। তিনি বলেন, ফরেনসিক বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের বিভিন্ন পরামর্শের ভিত্তিতে কমিশন বিশ্বাস করে, আবু আকলেহকে সম্ভবত ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর দুভদেভান ইউনিটের একজন সৈনিক গুলি করেছিল। তিনি আরও বলেন, ‘আমরা কমান্ডারের নাম উল্লেখ করছি না তবে আমাদের কাছে সেই তথ্য আছে। নাভি পিলে আরও বলেন, একটি তদন্তে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ইসরাইলের নিরাপত্তা বাহিনী ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে অন্যায্য শক্তি ব্যবহার করেছে আর ইচ্ছাকৃতভাবে বা বেপরোয়াভাবে শিরিন আবু আকলেহের জীবন কেড়ে নিয়েছে। আবু আকলেহ আলজাজিরার সাংবাদিক ছিলেন। গত বছরের মে মাসে জেনিন শহরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী একটি সামরিক অভিযান কভার করার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *