বরিশাল বাংলাদেশ

তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

received 1922134044847294
print news

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি :  নলছিটি উপজেলার তরুণদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের” তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও এবং কো কারিকুলার অ্যাক্টিভিটির উপর প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়েছে । ২৭ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় পৌরসভার পুরান বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজন সভাপতিত্ব করেন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ। সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় ও সিরাজুল ইসলামের কুরআন তিলাওয়াত মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কো কনভেনর মাহবুব তালুকদার, সুবিদপুর ইউনিয়নের সমন্বয়ক আরিফুল ইসলাম আকাশ, মোল্লারহাট ইউনিয়নের সমন্বয়ক নাঈম মল্লিক, সৈয়দ লিওন, সাইফ সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে বই পড়া প্রতিযোগিতা, ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা ও লেখালেখি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷

শোক সংবাদ
নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক র ভগ্নিপতির পরলোক গমন

নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস’র ভগ্নিপতি বিপ্লব কুমার দাম গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল বরিশাল সেবাচিম হসপিটালে পরলোক গমন।
তিনি গত ২৫ অক্টোবর বুধবার সন্ধ্যার পর শ্বাস কষ্ট নিয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। চিকিৎসক নেবুলাইজ ও অক্সিজেন দেওয়ার পর বাসায় পাঠিয়ে দেন। এবং গিয়ে আট ঘন্টা পর পর নেবুলাইজ করার পরামর্শ দেন এবং কর্ডন ট্যাবলেট খেতে বলেন। ২৬ তারিখ সকালে পুনরায় শ্বাস কষ্ট হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখনকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত বরিশাল নেওয়ার পরামর্শ দেন। বরিশাল শেবাচিম হসপিটালে চিকিৎসা শুরুর পর পরই তিনি মৃত্যু বরণ করেন।
তার অকাল মৃত্যুতে নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী,নলছিটি উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান খান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস,পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক সামসুল আলম খান বাহার,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,শিক্ষক, সাংবাদিক, সৃধীজনরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিন সন্ধ্যায় ছেলের ইচ্ছে অনুযায়ী নলছিটি পৌর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *