জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ


জুয়েল শেখ, জয়পুরহাট :বিএনপি জামাত জোটের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস, গুজব ও অপ্রচারের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে পাঁচবিবি পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ ১০ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমানের সভাপতিত্বে পৌর পার্কে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ মাহমুদ চন্দন।বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিলয় হাসান আওয়ামীলীগ নেতা জাইদুল মাস্টার ছাত্রলীগের মাহমুদুল হোসেন সাগর সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।