বিনোদন

পারিশ্রমিকও ফেরত দিলেন মাহি

image 329265
print news

প্রযোজক এবং নায়কের পছন্দের তালিকায় তিনি ছিলেন না। নায়কের নজরে ছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শিডিউল জটিলতায় এই অভিনেত্রী কাজটি করতে রাজি না হওয়ায় তাকে নেওয়া হয়।সম্প্রতি এমনটা জানার পরই একদিন শুটিং করেও ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার কাজ ছাড়ার ঘোষণা দেন আরেক আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার পারিশ্রমিক হিসেবে অগ্রিম নেওয়া ৯ লাখ টাকাও ফেরত দিলেন।‘ডার্ক ওয়ার্ল্ড’-এর পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। সেখানে পুলিশ অফিসার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহিয়া মাহি। একদিনের শুটিংয়েও অংশ নিয়েছিলেন।সেদিনই শুটিং সেটে সিনেমার প্রযোজক ও নায়ক মুন্না খান বক্তব্য দেন, পরীমনি তার প্রথম পছন্দ ছিলেন। তিনি রাজি না হওয়ায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় মাহিকে নেওয়া হয়েছে। এর পরদিনই মাহি জানান, তিনি এ সিনেমায় আর কাজ করবেন না।এবার সিনেমার পারিশ্রমিকের ৯ লাখ টাকাও ফেরত দিয়ে দিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে এ কথা মাহি নিজেই জানিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ -এর পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও। তিনি বলেন, ‘মাহি এই সিনেমায় আর কাজ করবেন না বলে মাসের শুরুর দিকে আমাকে জানিয়েছিলেন। আমি চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার। কিন্তু কাজ হয়নি। তিনি তার সিদ্ধান্তে অনড়। পারিশ্রমিকের টাকা ফেরত দেওয়ার জন্য কয়েক দফা ফোনেও বলেছিলেন আমাকে।’জানা যায়, ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ের প্রথম দিন একটি দৃশ্যে অভিনয় করেন মাহি। একদিন পর ফের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। প্রযোজকের কথা আত্মসম্মানে লাগে তার।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি তো জানি না যে আরেকজন নায়িকা না পেয়ে আমাকে নিয়েছে। এটি হতেই পারে। দোষের কিছু নয়। কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে, যে ভাষায় কথাটি গণমাধ্যমে বলেছেন, এটি আমার ভালো লাগেনি।’মাহি বলেন, ‘প্রযোজক আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন। এতে আমি খুবই বিরক্ত। আমার কাছে এটি অপমানজনক। তাই পরদিনই সিনেমাটি করব না বলে জানিয়ে দিয়েছি। এরপর পরিচালক বারবার যোগাযোগ করেছেন। কিন্তু আমি সিদ্ধান্তে অটল।’প্রযোজক কী বলেছেন জানতে চাইলে মাহি বলেন, ‘গণমাধ্যমকর্মীর এক প্রশ্নের উত্তরে প্রযোজকের ভাষা ছিল এমন, ‘মানুষের স্বপ্ন তো অনেক বড় হয়। সব সময় তো সেই স্বপ্ন পূরণ হয় না। পরীমনিকে নিয়ে সিনেমাটি করার স্বপ্ন ছিল। তিনি রাজি হননি। পরে মাহি রাজি হলে তাকে নিয়েছি। কিছু করার ছিল না।’মাহির দাবি, ‘গণমাধ্যমের কাছে এটি বলাটা আমার কাছে যথোপযুক্ত মনে হয়নি। আমাকে ছোট করা হয়েছে। মনে হয়েছে, অন্যের ছেড়ে দেওয়া সিনেমাই আমি করি।’এদিকে মাহিকে না পেয়ে অন্য কাউকে নিয়ে সিনেমাটি শেষ করার কথা ভাবছেন নির্মাতা। এরইমধ্যে প্রথম ধাপের শুটিং শেষ। মাহির চরিত্রের অংশটুকু বাকি রয়েছে। এই সিনেমার নায়ক হিসেবে আছেন প্রযোজক মুন্না খান।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *