বিএনপির অবরোধের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ


এম খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিএনপির ডাকা অবরোধে ভাংচুর ও জ্বালাও, পোড়াও এবং পুলিশ সদস্য হত্যাসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসাবে দ্বিতীয় দিনেও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচী পালিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিপি এড.মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন,পরিবহন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আলম তারা দুলিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।