খুলনা বাংলাদেশ

যশোরে বিএনপির ১৪ নেতাকর্মী আটক

81249 hjod
print news

যশোর জেলা প্রতিনিধি : যশোরে অবরোধের পক্ষে মিছিল করায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া এক বিএনপি নেতার বাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) মিছিলের খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। আটকরা হলেন- নগরীর মুড়লী মোড় থেকে বিএনপি সিদ্দিকুর রহমান সিদ্দিক, মাসুদুর রহমান মাসুদ, ফেরদৌস ওয়াহিদ লিটন, ডা. মশিয়ার রহমান, যুবদলের নেতা শরিফুল ইসলাম, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, মহিলাদল নেত্রী নাজনীন, পাপিয়া, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম, অনিক হাসান অনি, আপন রহমানসহ ১৪ নেতাকর্মী।

জানা গেছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) মাগুরা-ঢাকা মহাসড়কে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল বের করা হয়।এছাড়া যশোর-মাগুরা সড়কে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে মিছিল বের করে বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা। একইসঙ্গে যশোর-খুলনা মহাসড়ক, যশোর-নড়াইল সড়ক, শহরের ঘোপ, শংকরপুর, শহরতলীর মুড়লী মোড়, রাজারহাট, ঢাকা রোড, যশোর কলেজ সংলগ্ন সড়ক, টার্মিনাল সংলগ্ন রেলক্রসিং এলাকা, বিসিক শিল্পনগরী সড়ক, যশোর-মনিরামপুর সড়কসহ বিভিন্ন স্পটে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। পরে মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ওই নেতাকর্মীদের আটক করে।

এদিকে ভোর থেকেই যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো রুটে নির্ধারিত সময়ে বাস ছেড়ে যায়নি। ফলে মহাসড়কে যান চলাচল একেবারেই কম। সেইসঙ্গে যাত্রীও তেমন একটা নেই। তবে সড়কে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

এ বিষয়ে পরিবহণ শ্রমিকরা জানান, যাত্রী না থাকায় তারা বাস ছাড়তে পারছেন না। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন, ভোর থেকেই পুলিশ সড়কে সতর্ক অবস্থানে রয়েছে। প্রায় এক হাজার পুলিশ সদস্য যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। এ সময় বেশ কিছু বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের বাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে । যশোর শহরের কাজীপাড়া, বিরামপুর ও উপশহরের আওয়ামী লীগ কর্মীরা এ হামলা চালান।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *