চট্টগ্রাম বাংলাদেশ

সরাইলে যুব দিবস পালিত

unnamed
print news

মো খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুবদিবস পালন করা হয়েছে।বুধবার (১ নভেম্বর) সকালে ১১ টায় উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনে আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলাপরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফমিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা,জান্নাত সুলতানা,গৌরপদ সাহা, সাবেক সদর ইউপিচেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিমউদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, মো. শেলভী ও বাবুল মিয়া।

এদিকে একই সময়ে একই স্থানে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনেরসভাপতিত্বে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান এর সঞ্চালনায় ‘ভোক্তাঅধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতিকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে জনসংখ্যার সর্বাধিক অংশই যুব-যা সারাবিশ্বে অন্য কোন দেশে নেই। যুব শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে তিন জন যুব ও যুবাকে মাত্র পাঁচ শতাংশ সার্ভিস চার্জে ঋণের চেক বিতরণ করা হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *