বরিশাল বাংলাদেশ

জেলেদের জালে মিলেছে ঝাঁকে ঝাঁকে জাটকা

image 736093 1699024301
print news

পটুয়াখালী প্রতিনিধি :  মিঠাপানির সুস্বাদু ইলিশের অভয়াশ্রম পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশের দেখা মেলেনি। মাছ ধরার নিষেধাজ্ঞার শুরু থেকে শেষ এবং নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে কোনো মা ইলিশের দেখা মেলেনি দীর্ঘ তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে।ফলে প্রশ্ন উঠেছে নিষেধাজ্ঞার সময়সীমার নির্ধারণ নিয়ে। তবে সময় নির্ধারণে গাফিলতি ছিল বলে স্থানীয় সংশ্লিষ্ট কর্তারাও জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীসহ সারা দেশের নদী এবং সমুদ্র থেকে ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। আশ্বিনের অমাবস্যার পর থেকে পূর্ণিমার শুরু পর্যন্ত প্রতি বছর নিয়ম করে এই সময়টা বেঁধে দেওয়া হয়; কিন্তু চলতি বছরের নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।নিষেধাজ্ঞার শুরু থেকে ২ নভেম্বর পর্যন্ত ও নিষেধাজ্ঞা শেষে ৩ নভেম্বর পর্যন্তও তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে কোনো মা ইলিশের দেখা মেলেনি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে মাছ শিকার করা জেলেদের আটক করে তাদের থেকে উদ্ধার করা মাছের মধ্যেও জাটকা ছাড়া কোনো মা ইলিশ মেলেনি। ৩ নভেম্বর পর্যন্ত জেলেদের জালে মিলেছে ঝাঁকে ঝাঁকে জাটকা।সূত্র জানায়, ইউএনও নাফিসা নাজ নীরার নেতৃত্বে ২২ দিনের অভিযানে ১২ কোটি টাকার সাড়ে ৬ লাখ মিটার কারেন্ট জাল ও ৭৭০ কেজি মাছ উদ্ধার এবং ৪২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে মৎস্য ও নৌ-পুলিশ।কালু ও মো. সোলায়মান নামে দুই জেলে  বলেন, এ সময় নদীতে প্রচুর মা ইলিশ থাকার কথা ছিল; কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রশাসন, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের চোখ ফাঁকি দিয়ে যেসব অসাধু জেলেরা মাছ শিকার করছেন তাদের জালে মা ইলিশের বদলে ঝাঁকে ঝাঁকে জাটকে ধরা পড়ছে। এখনো তাই পড়ছে।

তারা বলেন, সময় নির্ধারণটা ঠিক হলে মা ইলিশ রক্ষা হতো। সরকারের উদ্দেশ্য সফল হতো। ২২ দিন নদীতে অভিযানের দায়িত্বে থাকা উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান  বলেন, নিষেধাজ্ঞার সময় নির্ধারণে সংশ্লিষ্টদের ভুল ছিল। যার কারণে মা ইলিশ নদীতে দেখা যায়নি। সময় নির্ধারণ এগিয়ে বা পিছিয়ে দেওয়ার দরকার ছিল।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান  বলেন, আবহাওয়ার মৌসুম পরিবর্তনের কারণে নদীতে মা ইলিশ আসার সময়ও পরিবর্তন হয়েছে। এছাড়া নদী ভরাট ও নদীতে বিভিন্ন ছোট প্রজাতির মাছ নিধনের নিষিদ্ধ জাল থাকায় মাছ নদীতে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *