ঝালকাঠি প্রতিনিধি : মা ইলিশ সংরক্ষণ অভিযানে ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ৭ লাখ ৩৪ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ১৯ জন জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।ঝালকাঠি জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত একটানা ২২ দিন মা ইলিশ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় সরকারি নির্দেশনা পালনে জেলার চারটি উপজেলায় মোট ৩৩৬টি টিম অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ ও জেলেদের কারাদণ্ড দেয়।এছাড়া অভিযানকালে বিষখালী নদীতে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা সমাজসেবা কর্মকতা, দুইজন আনসার সদস্যসহ ৬ জন আহত হন। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ২২ দিন জেলার চারটি উপজেলা মৎস্য কর্মকর্তারা ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টা নদীতে অভিযান পরিচালনা করেছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত