ব্রাহ্মণবাড়িয়ায় জেল হত্যা দিবস পালিত


মো খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া : মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও জাতীয় চারনেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায় স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সকাল পৌরশহরস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক হাজী মো. হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিপি এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও এপিপি এড. লোকমান হোসেনসহ সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পচাঁত্তর সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।