মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি ও অসৌজন্যমূলক আচারণের অভিযোগ উঠেছে। উপজেলার বৌলগ্রাম মুসলিম পাড়া সাউজুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমাইয়া সামসুন্নাহার এ অভিযোগ করেন। এ ঘটনায় তিনি মাদারীপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি পাঠানো হয়। জানা যায়, প্রধান শিক্ষক সুমাইয়া সামসুন্নাহার ও তার স্বামী টেকেরহাট শহীদ সরদার বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক হাসিবুল হাসান গত ২৩ অক্টোবর দুপুরে জমির দাগের সূচি সংশোধনের জন্য উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান। এসময় সংশ্লিষ্ট অফিসের এক কর্মচারী জানায়, সার্ভেয়ার রিপোর্ট করাতে টাকা লাগবে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সার্ভেয়ার ক্ষিপ্ত হয়ে তাদের অফিস থেকে চলে যেতে বলেন। এসময়ে এক সাংবাদিক ঘটনার প্রতিবাদ করলে তাকেও হেনস্তা করেন সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এ মুহূর্তে আমি আর কোনো বক্তব্য দেব না। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত