রাজনীতি

সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের নবীন বরণ অনুষ্ঠিত

IMG 20231103 084443
print news

শরীফ কাইয়ূম: শিক্ষা, শান্তি, প্রগতির ধারক বাহক ঐতিহ্যবাহী ছাত্র সংগঠক বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মুকসুদপুর কলেজ শাখার উদ্যোগে এইচএসসি প্রথমবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি রিয়াজ আহম্মেদ রাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন চয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান।উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস.এম মনির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল। প্রধান বক্তা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, বিশেষ বক্তা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী রাব্বি। গীতা পাঠ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা।প্রবিন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।নবীন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী তাছলিমা জেসমিন প্রিয়ন্তী।
এছাড়াও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন তাজ, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্যা, সাধারণ সম্পাদক জব্বারুল আলম মাহফুজ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে কানতারা খান শিক্ষার্থীদের উদ্দশ্য করে বলেন, সরকারি মুকসুদপুর কলেজ ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের সুনাম অর্জনে ভুমিকা রাখতে হবে। এবংসরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকা তলে আসার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। আলোচনা শেষে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *