বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
 
                                
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। সোমবার (অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রুহুল আমিন (৪৭)। তার বাবার নাম হাফেজ মৌলভী। জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাই মো. রুহুল আমিন (৫২) ও মো. রেজাউল করিম (৪২) মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে একাধিক বার সালিসও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। ঘটনার দিন সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করে। এতে ছোট ভাই রেজাউলের ধারালো অস্ত্রের কোপের বড় ভাই রুহুল আমিন গুরুতর জখম হয়। উভয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে রেজাউলের বোনের ছেলে রুবেল আসলে রেজাউল তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবা দেবনাথ বলেন, নিহতের বুকের একাধিক স্থানে গুরুতর জখম হয়। এতে ফুসফুস ক্ষত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
 
         
        



 
                         
                            