যশোরে যুবককে ছুরিকাঘাত : পাঁচিদন পার হলেও গ্রেফতার হয়নি কোনো আসামী!


যশোর প্রতিনিধি : যশোরের ঝুমঝুমপুর চান্দের মোড়ে প্রকাশ্যে সিয়াম মাহমুদ নিলয় নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলেও বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে আসামীরা। এলাকা ঘুরে জানা যায়, আসামী সাকিব, তামিম, তাভিরও প্লাবন সকলে স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় কিশোর গ্রুপের সদস্য। এলাকায় নানা প্রকার অপরাধমূলক কাজে তাঁরা জরিত, এর আগেও সবার নামে একাধিক মামলা আছে। জানা যায়, দুই নাম্বার আসামীর খালু যশোরের একজন প্রভাবশালী শ্রমিক নেতা, এলাকাবাসীর অভিযোগ, আসামীদের মদতদাতা ও আত্মীয় সরকারি দলের নেতা হওয়ায় , পুলিশের উপরে তাঁদের প্রভাব কাজ করছে।গত বুধবার রাতে মামলাটি করেন আহত সিয়ামের বাবা যশোর শহরের পুর্ববারান্দি মোল্লাপাড়ার ফিরোজ মাহমুদ জুয়েল। আসামিরা হলেন, চান্দের মোড়ের সাকিব,পিতা. ফরিদ ড্রাইভার, তামিম, পিতা. মোহাম্মদ জামাল উদ্দিন, তানভীর পিতা. অজ্ঞাত ও প্লাবন পিতা. চোর টগর, ঠিকানা চান্দের মোড় ।মামলায় ফিরোজ মাহমুদ জুয়েল উল্লেখ করেছেন, আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। গত ৩১ অক্টোবর মঙ্গলবার রাত ৯ টায় নিলয়ের এক বন্ধু রাতুলকে ফোন করে আসামি তামিম। এরপর তাকে নানা হুমকি দেয়। ওইসময় নিলয় তার বন্ধু রাতুলের পাশেই ছিল। তামিমের মোবাইল ফোনে রাতুলকেও গালিগালাজ করাসহ হুমকি ধামকি দিতে থাকায় মোবাইল ফোন নিয়ে সমাধানের চেষ্টা করে নিলয়। এতে আরও ক্ষিপ্ত হয় তামিম। তার জেরে বুধবার দুপুর ১২ টার পর ঝুমঝুমপুর বটতলায় নিলয়কে দেখতে পেয়ে আসামিরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে হত্যাসহ নানা হুমকি দিয়ে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে, এখনো নিলয় আশঙ্কা মুক্ত নয় ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news