যশোর পুলিশ সুপারের স্ত্রী বিপ্লবী রাণী জোয়ারদারের দেহত্যাগ


যশোর প্রতিনিধি : যশোরের পুলিশ সুপার প্রলয় জোয়ারদারের সহধর্মিণী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার আর নেই। রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিপ্লবী রাণী জোয়ারদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুর খবর শুনে তার সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। তার মৃত্যুতে পরিচিতজনেরা আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news