মানুষ আমাকে ভুল বুঝেছে


দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘অসম্ভব’। অরুণা বিশ্বাস পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। দীর্ঘ বিরতির পর ছবিটিসহ অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলল,সোহানা সাবা।
যখন পেছন ফিরে তাকাই, তখন অনেক কিছু বুঝতে পারি। ওই সময়ে আমাকে নিয়ে অনেকে কাজ করতে চাইতেন। তাঁরা আবার মনে করতেন, আমি আগ্রহ দেখাইনি। আমার মনে হতো, যদি প্রয়োজন হয়, তাঁরা তো নক করবেনই। পরে দেখেছি, আরেকজনকে নিয়ে তিনি কাজ করছেন। সম্ভবত আমি তাঁর পছন্দেই ছিলাম না। তিনি আবার ভেবেছেন, আমি অহংকার দেখিয়েছি। তবে যখন একটা কাজ হয়, তখন তো নানা অপশন থাকেই। তা ছাড়া ওই সময়ে আমার পারসোনাল লাইফেও বাজে অবস্থায় পড়ি। কোভিডের আগে আমি আফজাল ভাইয়ের ‘মানিকের লাল কাঁকড়া’ শুরু করলাম। নিজেকে নতুন করে শুরু করলাম। হঠাৎ আমি খেয়াল করলাম, আমার চেহারা, স্কিন—সবকিছু মিলিয়ে বাজে অবস্থা যাচ্ছে। বুঝতে পেরে লাইফটা নতুন করে শুরু করলাম।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news