বরিশাল বাংলাদেশ

বানারীপাড়ায় তহশিলদারদের নেওয়া ঘুষের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেন এসিল্যান্ড

VP 1699536076
print news

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক দুই তহশিলদারসহ স্টাফদের নেওয়া ঘুষের টাকা উদ্ধার করে ভুক্তভোগী সেবাপ্রার্থীকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত ওসমান গণির মেয়ে জেসমিন আক্তার ডালিয়া তার প্রয়াত স্বামীর রেখে যাওয়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের সম্পত্তি নিজ ও ছেলের নামে নামজারির (রেকর্ড) জন্য চার মাস পূর্বে বানারীপাড়া সদর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে তাকে ই-নামজারির জন্য অফিসের মাধ্যমে আবেদন করতে বলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) বিমল চন্দ্র হালদার। এসময় নামজারি করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিমল চন্দ্র হালদার ৪ হাজার, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আসমা আক্তার ২ হাজার ,অফিস সহায়ক রুবি আক্তার দেড় হাজার ও অফিস স্টাফ না হয়েও দীর্ঘদিন ধরে অবৈধভাবে কম্পিউটার অপারেটরের দায়িত্বে থাকা মেহেদী হাসান ৩ হাজার টাকা ঘুষ নেন। টাকা নেওয়ার পরে গত প্রায় চার মাস ধরে ডালিয়াকে তারা ঘুরাতে থাকেন। এমনকি নামজারির জন্য তার আবেদনটি পর্যন্ত করা হয়নি।বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) বেলা ১২টার দিকে ডালিয়া বানারীপাড়া সদর ইউনিয়ন ভূমি অফিসে তার সম্পত্তির নামজারির বিষয়ে জানতে গিয়ে দেখেন চার মাসেও তার আবেদনটি করা হয়নি।এসময় অবৈধ কম্পিউটার অপারেটার মেহেদি হাসান তাকে নামজারি করতে হলে আরও টাকা লাগবে বলে জানান। এছাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিমল চন্দ্র হালদার তাকে ধৈর্য্য ধরতে না পারলে কিছু করার নেই বলে জানান।ভুক্তভোগী জেসমিন আক্তার ডালিয়া এসময় বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সঙ্গে দেখা করে অফিস স্টাফ ওই চারজন সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে চার মাসেও তার কাজটি করে না দেওয়ার বিষয়ে অভিযোগ করেন। এসময় তিনি ডালিয়াকে তার কাছ থেকে নেওয়া ঘুষের টাকা উদ্ধার করে তা থেকে নামজারির জন্য নির্ধারিত সরকারি ফি বাবদ ১১শত টাকা রেখে বাকী টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাহির থেকে নামজারির জন্য আবেদন করতে বলেন।এসিল্যান্ড এসময় অবৈধভাবে কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করা মেহেদি হাসানকে কক্ষে ডেকে এনে অভিযোগকারী ভুক্তভোগী ডালিয়ার মুখোমুখি করে কখনো যেন তাকে আর ভূমি অফিসে দেখা না যায় এবং তাৎক্ষনিক চলে যাওয়ার নির্দেশ দেন।এদিকে দীর্ঘদিন ধরে বানারীপাড়ায় দায়িত্ব পালন করা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিমল চন্দ্র হালদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ‘ওপেন সিক্রেট’। তার বিরুদ্ধে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে ভুক্তভোগীরা বিভিন্ন সময় লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত খুঁটির জোড়ে তিনি বানারীপাড়ায় তিন বছরের অধিক সময় ধরে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। তিনি তার নিজ এলাকা উজিরপুর উপজেলা থেকে মেহেদি হাসানকে এনে গত এক বছর ধরে বানারীপাড়ায় তার অফিসে অবৈধভাবে কম্পিউটার অপারেটরের কাজ করান।তবে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিমল চন্দ্র হালদারসহ অভিযুক্তরা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থানের কথা জানিয়ে এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, ভুক্তভোগী জেসমিন আক্তার ডালিয়ার অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করা মেহেদিকে তাৎক্ষনিক সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ভূমি অফিসের যেকোনো কাজে সেবা প্রত্যাশীরা সরাসরি তার সঙ্গে যেন দেখা করেন।

 

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *