এম আবু হেনা সাগর,ঈদগাঁও : সববয়সী দর্শনার্থীদের পছন্দের জায়গা হয়ে উঠেছে রেললাইন। সেখানে বিকেলে ঘুরতে আসেন গ্রামীণ জনপদের নানা শ্রেণী পেশার লোকজন। দর্শনার্থীদের উপচেপড়া ভীড় যেন লক্ষ্যনীয়।দেখা যায়, ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা হুইসেল বাজিয়ে রেল লাইনের আনুষ্ঠানিক উদ্ভোধন মাধ্যমে স্বপ্নের ট্রেন এলো এই শহরে। উদ্বোধনের দিন বিকেল থেকে নির্মিত রেল লাইন দেখতে নারী পুরুষের ভীড় জমেছে।ঈদগাঁও উপজেলা ইসলামপুর থেকে কালিরছড়া পর্যন্ত নবনির্মিত রেললাইনের বিভিন্ন স্পটে স্পটে লোকজনের ভীড়। উদ্বোধন শেষে কখন আসছে ট্রেন, এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে বৈকালিক বেড়াতে আসা নর-নারীদের মাঝে।একদিকে চার লাইনের মহাসড়ক, অন্যদিকে রেললাইন। দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকারের উন্নয়নের মহা কর্মযজ্ঞ।বিকেল বেলা লোকজন উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে আত্বীয় স্বজনসহ পরিবার পরিজনকে সাথে নিয়েই ছুটে আসছেন রেললাইন দেখতে। এখন সেটি ভ্রমন পিপাসুদের দর্শনীয় স্থানে পরিণত হয়ে পড়েছে। এটি মিনি বিনোদন কেন্দ্রে রুপলাভ করছে।স্থানীয়রা জানান, দলবেঁধে মানুষ আসছে রেল বিটের সৌন্দর্য্য উপভোগ করতে। এটি একটি অস্থায়ী মিনি পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে পড়েছে। বৈকালিক সময়ে রেললাইন লোকে লোকারন্য হয়ে পড়ে।সচেতন যুবক রাহী জানান, নারী পুরুষ ও স্থানীয়সহ দুরবর্তী বিভিন্ন শ্রেণীপেশার লোকজন বিকল্প বিনোদনের স্থান হিসেবে বেঁচে নিয়েছে এই রেল লাইন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত