বরিশাল বাংলাদেশ

ব্যানার-ফ্যাস্টুন-তোরণের শহর বরিশাল : আতশবাজির প্রস্তুতি

IMG 20231108 WA0020
print news

বরিশাল অফিস :  বরিশাল নগরীতে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে বরণ করতে চলছে ব্যাপক সাজ-সজ্জা ও তোরণ নির্মাণের কাজ। সদর রোড থেকে জিলা স্কুল মোড়, নতুনবাজার, বিএম কলেজ, নথুল্লাবাদ ও রুপাতলীতে দেখা গেছে দৃষ্টিনন্দন তোরণ। এছাড়াও চলছে নগরী জুড়ে আলোক সজ্জার কাজ। দায়িত্ব গ্রহণের আগেই পুরো নগরী সাজবে রংবেরংয়ের আলোক সজ্জায়।নগরীর জিলাস্কুল মোড় থেকে কাকলীর মোড় হয়ে নগর ভবন পর্যন্ত এবং পলিটেকনিক থেকে বটতলা মোড় ও কালুশাহ সড়কে সবচেয়ে বেশি তোরণ নির্মাণ হয়েছে।বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকারিয়া শোয়েব মিরাজ বলেন- নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতকে বরণ করে নিতে আমাদের এ আয়োজন। আমরা দূর্দিনে তার পাশে থেকে অনেক কষ্ট করেছি। আমাদের অক্লান্ত পরিশ্রমে তিনি আজ নগর পিতার আসনে আসিন হয়েছে। আশা করছি ১৪ নভেম্বর মেয়র খোকন সেরনিয়াবাতকে বরণ করতে বরিশালের সর্বস্তরের জনতার আগমনে নতুন এক ইতিহাস রচনা হবে।২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির বলেন, আমারা ৯ জন কাউন্সিলর একসাথে শহীদ মিনারের সামনে একটি এবং ব্যক্তিগতভাবে আমি চারটি তোরণ করেছি। যা কাকলীর মোড়, জিলাস্কুল মোড় এবং মেয়রের বাড়ির সামনে করা হয়েছে।১৫নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদ কবীর বাবু জানান, তিনি কোনো তোরণ করেননি তবে নগরীর আলোকসজ্জায় ভূমিকা রাখছেন। নগরীজুড়ে ১৩ ও ১৪ নভেম্বর সন্ধ্যা থেকে লাল সবুজের পতাকার আদলে আলোকসজ্জা হবে বলেও জানান তিনি।২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, তিনিও সার্কিট হাউসের সামনে একটি ও নতুন বাজারে একটি তোরণ তৈরি করেছেন। নবনির্বাচিত মেয়রকে বরণ করার জন্য আনন্দ তোরণ নির্মাণের কাজ চলছে বলে জানালেন তিনি।এদিকে রুপাতলী থেকে চৌমাথা পর্যন্ত মহাসড়কে কাউন্সিলর সুলতান মাহমুদ এর উদ্যোগে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের কাজ চলছে। এছাড়া চৌরাস্তা নবগ্রাম রোডে মজিদা বোরহানসহ কয়েকজন এবং নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন একটি তোরণ নির্মাণ করেছেন বলে জানা গেছে। বিসিসির নির্বাহী প্রকৌশলী আবুল বাসার বলেন, বিসিসির পক্ষ থেকে নগরীর সীমান্ত এলাকায় তোরণ নির্মাণের খুব ইচ্ছে আমাদের ছিলো কিন্তু বিভিন্ন প্রশাসনিক জটিলতায় তা হয়ে ওঠেনি। তবে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফজলুল হক এভিনিউতে তোরণ আমরা করেছি। খুব ভালো হতো নবনির্বাচিত মেয়র মহোদয় অনুসারীদের কেউ নগরীর প্রবেশদ্বার এলাকায় তোরণ নির্মাণ করে দিলে।

উল্লেখ্য, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়বাতের দায়িত্ব গ্রহণের দিন নগরীজুড়ে ব্যাপক শোডাউন ও বর্ণিল আতশবাজির প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *