বরগুনায় যানজট নিরসনে মাঠে কাজ করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার


ইবরাহীম সোহেল,বরগুনা : বরগুনার পৌর শহরের যানজট নিরসনে সতর্ক বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়র । বরগুনার পৌরসভায় যানজটে অতিষ্ঠ পৌরবাসী। পৌরসভার যানজট নিরসনে বহু বার উদ্যোগ নিলেও বাস্তবায়ন হয়নি। পৌর এলাকায় মানুষ বৃদ্ধির সাথে সাথে যানবাহনও বৃদ্ধি পেয়েছে, যার কারনে যানজট প্রকট আকারে ধারন করেছে।যানজটে আটকে পড়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে চাকুরীজীবী থেকে শুরু করে সাধারণ জনগনের। এই যানজট নিরসনে বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও, কিন্তু পৌরসভার যানজট নিরসন করা সম্ভব হয়নি।সোমবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে পৌরসভায় গাড়ি পার্কিং এর জন্য যায়গা নির্ধারণ করেন।
পরে পৌরসভার যানজট নিরশন ফুটপাত দখল মুক্ত করা, প্রধান সড়কে কোন ধরনের স্ট্যান্ড থাকবে না, সড়কে কোন গাড়ি থামনো যাবে না, বাজারে লোড আনলোড রাতে করতে হবে, প্রধান সড়ক ব্যাতিত অন্য নির্ধারিত জায়গায় গাড়ি পার্কিং করতে হবে। এই প্রতিপাদ্য সামনে রেখে বরগুনা পৌর এলাকায় যানযট নিরসনে সর্তকবার্তা পৌঁছাতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুস সালাম, পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।এসময় জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন, পৌরসভা এলাকায় যানজট মুক্ত রাখতে বাজারে সকল দোকানে বিক্রেতা ও যানবাহন চালককে সর্তকবার্তা দিতে মাঠে নেমেছি, যানজট মুক্ত রাখতে আমাদের দেয়া নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।এই বিষয়ে বরগুনা পুলিশ সুপার মো. আব্দুস সালাম বলেন, বরগুনা পৌর শহর সহ বিভিন্ন স্থানের যানজট নিরসনে পুলিশ প্রশাসান সব সময় মাঠে রয়েছে। শহরের গ্রুপ্তপূর্ন স্থান গুলোতে ট্রাফিকপুলিশ রয়েছে। তবে শহরের যানজট নিরসনে বরগুনার বাজার ব্যবসায়ী, যানবাহন চালক, সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি সকলকে ট্রাফিকপুলিশ আইন মেনে চলাচলের আহব্বান জানান।বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, আমি পৌর শহরের যানজট নিরসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করি, এবং আজকের গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত কিছু যায়গা করে দিয়েছি। এছারাও বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থ বরাদ্দ পেলে যানজট নিরসনে সড়কের অবকাঠামো উন্নয়ন কাজ করা হবে। তবে শহরের যানজট নিরসনে অভিযান চলবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news