সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে জাতীয় পার্টি


ঢাকা প্রতিনিধি : নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে জাতীয় পার্টি (জাপা)। এ অবস্থায় জাপা নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে বলে জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচনের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এমনটা জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের উপনির্বাচনের বিষয় উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এসব নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছিলাম, কখনো আশা করিনি তারা পাস করবে। তারা পাস করার মতো প্রার্থীও না। এই নির্বাচনেও আওয়ামী লীগের কর্মীরা সহ্য করতে পারেনি। তাদের প্রার্থী পাস করবে জেনেও সিল মারছে। কারণ, সিল মারা তাদের অভ্যাস হয়ে গেছে, একটা ম্যানিয়া হয়ে গেছে। ভোটারদের তারা কষ্ট দিতে চায় না।’ নির্বাচনের জন্য জাতীয় পার্টির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থী বাছাইসহ ইশতেহার এবং ফরম ছাপানোর কাজ করা আছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, নির্বাচন করব কি করব না। কারণ, গত পাঁচ বছরে এই সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে, তাতে আমাদের অভিজ্ঞতা ভালো না।মঙ্গলবার (১৪ নভেম্বর) পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, ওই সভাতেও নেতিবাচক মত দিয়েছেন নেতারা। তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news