রাজনীতি

গৌরনদীতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

Untitled
print news

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।মঙ্গলবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে রজ্জব দেওয়ানের বাড়ির কাছে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা শাওন হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবু বেপারি ওরফে কালু বেপারিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ও প্রত্যক্ষদশীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা শাওন হাওলাদার ও বার্থী ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোয়ান গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *