ইবরাহীম সোহেল, বরগুনা: ভয়াল ‘সিডর দিবস’ আজ। বরগুনায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে সিডর দিবস। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ভয়াল সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বরগুনাসহ সমগ্র উপকূলীয় অঞ্চল। নিখোঁজ হয়েছিলেন বহু মানুষ। এ ঘূর্ণিঝড়ে গবাদিপশু ও বন্যপ্রাণীর জীবন প্রদীপ নিভে গিয়েছিল। জনপদ পরিণত হয়েছিল মৃত্যুকূপে। ১৬ বছর পর সেই দুঃসহ স্মৃতি নিয়ে এখনো বেঁচে আছেন বরগুনা বহু মানুষ। সেদিন অধিকাংশ মানুষই হারিয়েছেন তাদের স্বজন।
বুধবার (১৫ নভেম্বর) বরগুনা প্রেসক্লাবের আয়োজনে ১০ নং নলটোনা ইনিয়নের সিডর স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে এই দিবসটি।এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট সঞ্জিব কুমার দাস, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, জাকির হোসেন মিরাজ সহ স্ববজন হারা পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি গন।ঘূর্ণিঝড় সিডর তান্ডবের ১৬ বছর পার হয়েছে।
এখনও ক্ষত প্রতিয়মান বরগুনার উপকূলীয় এলাকায়। এতো দিনেও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সু-দৃষ্টি পড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এর ওপর নতুন করে প্রতিদিনই জোয়ারের পানিতে ভাঙছে বাঁধ। হিসাব বলছে, বরগুনায় ২৯ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধের ধারে বসবাস কয়েক হাজার মানুষের।এখনো সেই বিভীষিকাময় দিনের কথা মনে পড়লে আঁতকে ওঠেন এখানকার মানুষের মন। উপকূলীয় জেলা বরগুনার মানুষের স্মৃতিতে এখনো ভেসে ওঠে শত শত মানুষের আর্তচিৎকার আর স্বজনদের আহাজারি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত