ঢাকা প্রতিনিধি : আবুধাবি থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইত্তেহাদ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিল । সম্প্রতি তারা এই ঘোষণা দিয়েছে। ২৯ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ফ্লাইট স্থগিতের বিষয়টি জানিয়ে বাংলাদেশের ট্রাভেল এজেন্টগুলোকে চিঠি দিয়েছে ইত্তেহাদ এয়ারওয়েজ। তবে কেন ফ্লাইট স্থগিত করছে এবিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি ইত্তেহাদ এয়ারওয়েজ।
চিঠিতে ইত্তেহাদ জানিয়েছে, যারা ইতোমধ্যে ইত্তেহাদের টিকিট কেটে ফেলেছেন তাদের টিকিটের টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি কাটা হবে না। কেউ যদি রিটার্ন টিকিট কেটে ওয়ানওয়ে ব্যবহার করে থাকেন তাহলে তার ফিরতি ফ্লাইটের টাকা ফেরত দিয়ে দেবে তারা। ইত্তেহাদ এয়ারওয়েজ ২০০৬ সাল থেকে আবুধাবি থেকে ঢাকা এবং ঢাকা থেকে আবুধাবি হয়ে বাংলাদেশিদের বিশ্বের ৭০টি গন্তব্যে পৌঁছে দিত। বর্তমানে তারা ঢাকা থেকে আবুধাবি রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করছে। তাদের সর্বশেষ ফ্লাইটটি গুটিয়ে নিল ২৮ অক্টোবর। বর্তমানে ঢাকা থেকে আবুধাবি রুটে দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সগুলো হচ্ছে- ‘এয়ার এরাবিয়া আবুধাবি’ এবং ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’।
বর্তমানে বাংলাদেশে ২৮টি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। সেগুলো হচ্ছে- এয়ার অ্যারাবিয়া, এয়ার এশিয়া, এয়ার ইন্ডিয়া, বাটিক এয়ার, ক্যাথে প্যাসিফিক, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন, ড্রুক এয়ার, ইজিপ্ট এয়ার, এমিরেটস এয়ারলাইন, ইত্তেহাদ এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, গালফ এয়ার, হিমালায়া এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, মালয়েশিয়ান এয়ারলাইন্স, মালদ্বিভিয়ান, ওমান এয়ার, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, থাই এয়ার এশিয়া, থাই এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স এবং ভিস্তারা এয়ারলাইন্স।
ভবিষ্যতে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছে আরও ১২টি এয়ারলাইন্স। সেগুলো হচ্ছে- শ্রীলংকার ফিটস এয়ার, দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার, আবুধাবিভিত্তিক উইজ এয়ার, ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া, ইরাকের ইরাকি এয়ারওয়েজ, জর্দানের রয়াল জর্দানিয়ান, এয়ার ফ্রান্স, যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ, পাকিস্তানের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ), উজবেকিস্তানের উজবেকিস্তান এয়ারওয়েজ, সুইটজারল্যান্ডের সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স ও রিয়াদ এয়ার।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত